এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) অধীনস্থ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিজিবি’র অভিযানে ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারি আটক করেছে বিজিবির টহল দল।
বৃহস্পতিবার(৪ জুলাই) বিকালে উপজেলার বাঁশতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রব এর নেতৃত্বে বিজিবি অভিযান চালায়। আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মন্টু মিয়ার পুত্র ফজর আলী(২৬)।
বিজিবি ও স্থানীয় সুত্রে যানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার-১২৩১/১০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোনী নামক স্থান হতে ভারতীয় অফিসার্স চয়েজ মদ ২০ বোতল ও অর্ধেক এসি ব্লাক মদ এবং একটি চাকুসহ ফজর আলী(২৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।