এম এ মোতালিব ভুইয়া:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা রফিক মিয়া (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(১১ জুলাই )দুপুর ২.৩০ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামে মুক্তিযোদ্ধার বাড়ী সংলগ্ন চকিরঘাট জামে মসজিদ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন বি আর ডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা মো:শাহিনুর রহমান, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল হাসান,এসআই ফরিদ মিয়াসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ ও গ্রামবাসির শ্রদ্ধা নিবেদন।এ সময় লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম,সমাজসেবক আলহাজ্ব খলিলুর রহমান খলিল,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, হুমায়ুন ফরিদ সহ সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র বীর মুক্তিযোদ্ধা রফিক মিয়া (৭২)বৃহস্পতিবার সকাল ৬.৩০ ঘটিকায় উনার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।মৃতুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।