সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
‘মেধা তোমাদের, গড়ার দায়িত্ব আমাদের’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ক্যারিয়ার প্লাস কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই )বিকালে উপজেলার বাংলাবাজারে আইসক্রিম গলির রইছ ভিলাতে ক্যারিয়ার প্লাস কোচিং সেন্টারটির শুভ উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু বকর সিদ্দিক,সমাজসেবক তোফায়েল আহমেদ, রেজাউল হক,ক্যারিয়ার প্লাস কোচিং সেন্টারের পরিচালক মো:মোবারক হোসেন,এস এম সাব্বির মো:রিপন মিয়া, আইডিয়াল একাডেমির পরিচালক এমদাদুল হক মিলন।এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কামরুল ইসলাম, জুবায়ের হোসেন সুবিদ,মিসকাত আল আমিন, কামাল হোসেন, তোফাজ্জল হোসেন,সুমন মিয়া,রুবেল মিয়া,আহমেদ রামিম,সৌরভ, সুমন,জাহিদ,ইমন প্রমুখ
ক্যারিয়ার প্লাস কোচিং সেন্টারের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা দ্বারা পাঠদান। ইংরেজী, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের উপরে সার্বিক গুরুত্ব প্রদান। সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট শীটের মাধ্যমে অভিভাবক অবহিত করা। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে সর্বক্ষণ সচেষ্ট। কোচিং সেন্টারটি নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত