ইমরান উদ্দিন,কক্সবাজার :
দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার গাড়ি চাপা দিয়ে ঘাতক চালক কর্তৃক হত্যা করেছে বলে অভিযোগ।
উখিয়া বন রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান রাত সাড়ে তিন ঘটিকার সময় হরিণ মারা লালুর বরো ঘাটা এলাকায় অভিযান পরিচালনাকালীন সময় তুতুরবিল গ্রামের মৃত সোলতান আহমদ এর ছেলে এলাকার চিহ্নিত পাহাড় কেখো ছৈয়দ আলম প্রকাশ কানা ছৈয়দ আলম পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচারের সময় গাড়ি চাপা দিয়ে তাকে ঘটনাস্থলে হত্যা করে দ্রুত ডাম্পার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সাথে সাথে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মু শফিউল ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।