মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জ তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন ও সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংর্ধ্বনা অনুষ্টান
মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিন উদ্দিন ও ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের বিদায় সংর্ধ্বনা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির যৌথ আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলীপ দাশ এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক গৌরাঙ্গ দাশ এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্টানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার এর সহকারি ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন, অবঃপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আমিন উদ্দিন, সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ আবু সঈদ,প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ইলা রাণী রায় ও সমাপনী শিক্ষার্থী ফাহিমা আক্তার স্মৃতি, সৃজন দাশ।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি লিংকন কুমার তালুকদার, কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তানিম আহমদ ,গীতাপাঠ করেন শুভশ্রী রাণী দাশ এবং বিদায়ী প্রধান শিক্ষকের মানপত্র পাঠ করেন শিক্ষার্থী অপূর্ব কান্তি দাশ।
এসময় উপস্হিত ছিলেন সহকারি শিক্ষিকা মেহের নিগার জেসমিন, পরিচালনা কমিটির সদস্য বিদ্যুৎ কান্তি তালুকদার, সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক অনিল কান্তি দাশ সহ অভিভাবকবৃন্দ ও বিদায়ী ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০