মোঃ আবু সঈদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
“মনের মত স্কুল পেলে,শিখব মোরা হেসে-খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে মিনা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্্যালী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন হইতের্্যালীটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিণ করে স্হানীয় এফআইভিডিবি হলরুমে এসে মিলিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ শিক্ষা অফিস এর আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ এর নেতৃত্বের্্যালীতে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক,পূর্ব ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিক খান,
উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাজীব রায়, সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী,মোঃ নজরুল ইসলাম, সঞ্জয় চক্রবর্তী, পিযুষ কান্তি দে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিন উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, জেলা সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব বেনু মজুমদার, উপজেলা সমিতির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,সিনিয়র সহকারী শিক্ষক রণধীর মজুমদার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কচি সোনামনি ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ।
পরবর্তীতে স্হানীয় এফআইভিডিবি হলরুমে শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের সমাগমে অনুষ্টিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের পুরষ্কার বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃফারুক আহমদ।