মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেস্ট (প্রি-টেস্ট) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। অফিস সুত্রে জানা যায়,উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ ঘটিকা হইতে সকল প্রাথমিক বিদ্যালয় ও সমমান শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীসহ ৩৭১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতি বছরের ন্যায় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের সমাপনী পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে এই পরীক্ষার আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র/ ছাত্রীদের সমাপনী পরীক্ষার পূর্ব প্রস্তুতি এবং এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করার একটি প্রক্রিয়া। এতে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপকৃত হবে।