আশরাফুর রহমান রাহাত, জামালপুর প্রতিনিধি :
গতকাল ৮ জুন রোজ শনিবার বিকাল ছয়টার সময় এম এ জলিল ফার্মেসির রোগী দেখা প্রেসক্রিপশন লেখার ভিডিও ধারণ করে সাংবাদিকরা অনুসন্ধানী কিছু তথ্য সংগ্রহ করার সময় ৮ নং ফুলকোচা ইউনিয়নের যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিক মফিদুলের উপর অতর্কিতভাবে হামলা করেন এবং অকাট্ট ভাষায় সাংবাদিকদের নিয়ে গালাগালি এবং মারধর করে ধাক্কা দিয়ে দেওয়াল থেকে নিচে ফেলে দেয়।
শুধু ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শান্ত হয়নি, অন্যজনকে দিয়ে মারধরের ভিডিও ধারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের পর জন সম্মুখে সাইফুল বলেন– এই এরিয়ায়াতে কোন সাংবাদিক প্রবেশ করলে মেরে হাত পা ভেঙ্গে দেওয়া হবে। পরে আহত রাজধানী টিভির জেলা প্রতিনিধ মফিদুল ইসলামকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদিক মফিদুলের উপর হামলায় জামালপুরে মিডিয়া হাউজে চরম ক্ষোভ বিরাজ করছে এবং হামলাকারীকে আইনের আওতায় আনার দাবী জানায়।।