মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার জেলা বিএনপির নতুন সদস্য সচিব হিসেবে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাম ঘোষনা করা হয়।
আহ্ববায়ক কমিটির সদস্য আব্দুর রহিম রিপন কে (সদস্য সচিব) দায়ীত্ব প্রদান করা হয়। এ বিষয়ে জেলা বিএনপির নেত্রীবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় আব্দুর রহিম রিপন এর বিরুদ্ধে। আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সাথে সুসম্পর্ক এবং তার ছোট ভাই আব্দুর রাজ্জাক জুয়েল ঢাকা
উত্তরা(পশ্চিম) ছাত্রলীগের সাধারন সম্পাদক বলে অভিযোগ পাওয়া যায়।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব পদে নতুন দায়িত্ব পেলেন জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহিম রিপন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত (সুত্র নং – বিএনপি /সাধারণ /৭৭/৩২৮/২০২৪) জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য আহবায়ক কমিটিতে নতুন করে আরও তিনজন সদস্যকে মনোনীত করে অন্তর্ভুক্তি করা হয়। এরা হলেন- প্রবীণ বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাশ,জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্র ধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু।