ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঢাকায় আন্দোলনে ইমরানের মাথায় লেগেছে গুলি : স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কায় পরিবার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

রিক্সাচালক বাবার বড় সন্তান ইমরান। নিজ এলাকার একটি কিন্ডার গার্ডেনে করতেন শিক্ষকতা। ইচ্ছা ছিল লেখাপড়া কমপ্লিট করে সরকারি বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন। রিক্সাচালক বাবা বেলাল হোসেন এর আশা ছিল ছেলে ভবিষ্যতে ভালো কিছু করে সংসারের হাল ধরবেন। কিন্তু সেই আশা ভরসা এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।

সরকার পতনের কিছুদিন আগে ঢাকার সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় ফুপুর বাসায় বেড়াতে যান ইমরান। সরকারের পতন আগের দিন ৪ আগষ্ট সন্ধায় প্রাথমিক স্কুল জীবনের বন্ধুদের সাথে আন্দোলন যোগ দেয় ইমরান। আশুলিয়া থানা মসজিদের সামনে গেলে পাশের একটি উচ বিল্ডিংয়ের ছাদ থেকে পুলিশ গুলি ছুড়ে। এতে ইমরানের মাথায় ৩টি গুলি লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সে। পরে আন্দোলনকারীরা ইমরানকে উদ্ধার করে প্রথমে  স্থানীয় হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে  যায়। সেখানে চিকিৎসা না পেয়ে ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো পরদিন ৫ আগষ্ট সকালে মাথায় অস্ত্রপ্রচার করা হয়। 

বর্তমানে ইমরান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০২ নম্বর রুমের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। তার মাথায় খুলি আলাদা করে চিকিৎসকরা সংরক্ষণ করে রেখেছেন। ৩ মাস পরে সেটি প্রতিস্থাপন করা হবে।

ইমরানের জ্ঞান ফিরলে সে কথা বলতে পারে না। পরিবারের লোকজন ছাড়া কাউকে চিনছে না। ইমরানের স্বাভাবিক জীবন নিয়ে শঙ্কায় রয়েছে পরিবার।তবে চিকিৎসকরা জানিয়েছেন ইমরানের স্বাভাবিক হতে ১-৬ বছর সময় বা তার বেশি লাগতে পারে। ইমরানের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরসুখনগরী তালতলা মোড়ে। রিক্সাচালক বাবার ৩ সন্তানের বড় সন্তান ইমরান। পড়াশুনার পাশপাশি  মাদারগঞ্জ শহরের একটি স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার শিক্ষকতা করতেন সে। ছেলের এমন অবস্থায় হতাশায় দিন পারছে ইমরানের বাবা মা। রিক্সাচালক বাবা বেলাল হোসেন বলেন,ছেলেটা আমার ছোট বোনের বাসাতে বেড়াতে যান। ৪ আগষ্ট  তারিখ সন্ধায় আন্দোলনে যোগ দিলে পুলিশ গুলি করে। এতে তার মাথায় গুলি লাগে। অনেক স্বপ্ন ছিল আমার বড় ছেলেকে নিয়ে। এখন সেই স্বপ্নের কি হবে? আমরা গরীব মানুষ,দিন এনে দিন খাই। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে ভালো হয়। মাদারগঞ্জের ছাত্র আন্দোলনের একজন মুস্তাকিম রহমান বলেন,আমাদের এলাকার সন্তান ইমরান ঢাকায় আন্দোলনে গিয়ে মাথায় গুলি খেয়েছে। বিষয়টি আমরা প্রথমে অবগত ছিলাম না। আমরা আমাদের মত করে তার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

762 Views

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেল পাঙাল সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫