ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ডুংরিয়ায় হবে মহিলাদের জন্য আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র– সচিব আবুল কালাম আজাদ

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ৭:২৬ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর দানকৃত পৈতৃক ভিটায় মহিলাদের জন্য আধুনিক ট্রেনিং সেন্টার নির্মাণের জায়গা পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন- বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর সচিব আবুল কালাম আজাদ।

তিনি বলেন-পরিকল্পনামন্ত্রী মহোদয় একজন সৎ ও নির্লোভ মানুষ। নিজের পৈতৃক ভিটা দান করে দেয়ার ইতিহাস পৃথিবীতে বিরল। সবাই সম্পদ অর্জন করে আর তিনি জনগণের কল্যাণে দান করছেন। পরিকল্পনামন্ত্রী এলাকাবাসীর উন্নয়নের জন্য, মহিলাদের জীবনমান উন্নয়নের জন্য নিজের পৈতৃক ভিটায় একটি ট্রেনিং সেন্টার নির্মানের উদ্যোগ নিয়েছেন। এই ট্রেনিং সেন্টারটি হলে আলোকিত হবে গোটা উপজেলা।

তিনি আরও বলেন, এখানে আনন্দঘন পরিবেশে মহিলাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়া হবে৷ ঐএলাকায় নকসী কাথার ঐতিহ্য আছে। আমরা তাও করতে পারি। ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্হাও হতে পারে।এলাকাবাসী যা চায় আমরা এখানে তাই নির্মাণ করে দেব। এখানে কর্মজীবী মহিলাদের জন্য আধুনিক মানের হোষ্টেল,আবাসিক ভবন,প্রশিক্ষণ সেন্টার, ডে-কেয়ার সেন্টার নির্মান করা হবে।
আমাদের অর্থনীতি এখন এগিয়ে চলছে। সেই সাথে সারা বাংলাদেশের উন্নয়ন কার্ষক্রম এগিয়ে চলেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব আগামী ২ বছরের মধ্যেই এই প্রকল্প বাস্থবায়ন হবে বলেও আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি শান্তিগঞ্জ হ্যাচারী সংলগ্ন নির্মাণাধীন টেক্সটাইল ইন্সটিটিউট ও দিরাই রাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
এসময় পরিকল্পনা কমিশন সচিব বলেন- এই মেডিক্যাল হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলে হাওর পাড়ের গ্রামগুলো শহরে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে পরিণত করার স্বপ্ন বাস্তবায়িত হবে।

রবিবার সকাল ১১ ঘটিকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে মহিলাদের ট্রেনিং সেন্টার নির্মানের জন্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর গ্রামের বাড়ি ডুংরিয়ার দানকৃত পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব আবুল কালাম আজাদ।

এসময় উপস্হিত ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল হক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ,উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত মোঃ আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মোঃ আবিল আয়াম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্লানার মঞ্জুরুল আমিন দোয়েল, দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ডালিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পরিকল্পনামন্ত্রী এর ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী রঞ্জন কুমার তালুকদার, সার্ভেয়ার অজয় কুমার দাশ, এস আই জহিরুল ইসলাম,কৃষকলীগের আসলাম হোসেন সহ সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের লোকজন প্রমুখ।

89 Views

আরও পড়ুন

দুর্গাপূজা নিয়ে আ.লীগ ষড়যন্ত্র করছে,নেতাকর্মীদের সজাগ থাকতে হবে– আ ন ম শামসুল ইসলাম

ড. মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা

কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামিনের কাগজ পেয়ে ওসমানী হাসপাতাল থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে মুক্তি

শান্তিগঞ্জে দরগাপাশা ইউপি’র বাংলাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্টিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

চট্টগ্রামে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিটিজি হেলথকেয়ার প্রফেশনাল এডমিন প্যানেল’র সভা

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

জবিস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে নাঈম-আলিফ

অন্ধকার থেকে আলোয়: তীব্র বিষন্নতা ও পুনরুদ্ধারের পথ

শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৪ বাস্তবায়নে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর