ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে দলিত ও আদিবাসীদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর (বুধবার) দুপুরে জেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র ফোকাল পার্সন শামিম হোসেন, এনএনএমসি কো-অডিনেটর নুরুল আলম শুভ, লিয়াজো অফিসার সুলতানা আফরিন প্রমুখ।
সভায় বক্তারা এদেশে বসবাসরত সমতলের আদিবাসী ও দলিতদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।