ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
০১ নভেম্বর (শুক্রবার) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে চ্যানেলটি ২য় বর্ষে পদার্পন উপলক্ষে এ মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়যাত্রা টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি এবং দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম) ।
অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন, আজকের নতুন একটি স্যাটেলাইন টেলিভিশন জয়যাত্রা, সে উপলক্ষে সকলকে অভিনন্দন জানাচ্ছি, জয়যাত্রা টেলিশিনের জয় একদিন হবে। অন্য সকল টেলিভিশনের মতো অনুসন্ধান মূলক ক্রাইম তথ্যে নিয়ে কাজ করতে পারলে অনায়াসে একদিন ভালো একটি টেলিভিশনের মতো দূর্বার গতিতে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম, বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতির কাছে মূখোশ উম্মোচন হয়। জয়যাত্রা টেলিভিশনরে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি বলে জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট আব্দুর রহমান লাবু এবং সভাপতি ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব , প্রশান্ত কুমার দাস সাঃ সম্পাদক ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, কৃষিতে পদকপ্রাপ্ত মেহেদী আহসান উল্লাহ চৌধুরী ও সহ-সভাপতি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ ঢাকা বাংলাদেশ, নুুুুরে আলম ছিদ্দিক সাব ইন্সপেক্টর রুহিয়া থানা, ঠাকুরগাঁও বার এ্যাসোসিয়শনের সহ- সাঃ সম্পাদক এ্যাড. ফজলে আলম, চ্যানেল এস ঠাকুরগাঁও প্রতিনিধি জয় মহন্ত অলক , এন এম নুরুল ইসলাম বালিয়াডাঙ্গী প্রতিনিধি জয়যাত্রা টিভি, জয়যাত্রা টিভির রুহিয়া থানা প্রতিনিধি মজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ।