ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের টেঙ্গারিয়া গোবিন্দপুর এফসিডিআই প্রকল্পে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার মেনেজমেন্ট প্রজেক্ট এর আওতায় কৃষকদের পানি ব্যবস্থাপনা দলকে নিবন্ধন সনদপত্র প্রদান এবং ডব্লিউ এম জি এর সদস্যদের সাথে বাংলাদেশ বিশ্ব ব্যাংক প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টেঙ্গারিয়া গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা দলের আয়োজনে মংগলবার (২১ জানুয়ারি) ভাতুড়িয়ায় সকাল ১১ টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ব ব্যাংক এর প্রধান ড. সামিনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষ্ণকমল চন্দ্র সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঠাকুরগাঁও পওর সার্কেল, বাপাউবো, ঠাকুরগাঁও, মো: গোলাম যাকারিয়া নির্বাহী প্রকৌশলী ঠাকুরগাঁও পওর বিভাগ, বাপাউবো, ঠাকুরগাঁও, মোঃ রফিউল বারী ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তাসহ DevCon Consultant TL, DTL, WMO specialist, BWDB, DAE, DOF এর প্রকল্প পরিচালকগন।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ভাতুরিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের টেঙ্গারিয়া গোবিন্দপুর FCDI প্রকল্পে ৮.৫০ কিমি বাধ মেরামত চলমান রয়েছে। মেরামতের কাজ শেষ হলে এলাকার প্রায় দুই হাজার মানুষ উপকার পাবেন বলে জানান ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: গোলাম যাকারিয়া।