মোঃ রাসেদুজ্জামান ,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সতিষ ঋষি (৩৪) নামে এক যুবক আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুন) সকালে শহরের পরিষদপাড়া এলাকার এক লিচুর গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
আদিবাসী ওই যুবক দিনাজপুর জেলার সেতাবগঞ্জ এলাকার মৃত বাবুল ঋষির ছেলে। তিনি সেতাবগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের পরিষদপাড়ায় তার শ্বশুর মৃত সুকুমার ঋষির বাড়িতে স্ত্রী আলো ঋষিকে নিয়ে বেড়াতে এসেছিলেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পিজুস বলেন, সতিষ ঋষি গতকাল সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। পরে সেতাবগঞ্জে তাদের বাড়িতে কোনো এক সমস্যার খবর পেয়ে রাতেই তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেড়িয়ে পড়েন তিনি। তার স্ত্রীর রাতে খাওয়া দাওয়া করে ঘুমান। কিন্তু সকালে বাড়ির পাশ্বে একটি লিচুর গাছে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন স্থানীয় এক মহিলা। পরে খবর পয়ে ঘটনাস্থল থেকে লাশা উদ্ধার করে পুলিশ। তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা। তারপরেও মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।