ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লিঃ এর রিটেইলার সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রুহিয়া সততা মার্কেটের মেসার্স কৃষি সম্ভার শো রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার পরিবেশক মেসার্স কৃষি সম্ভার এর অধীনে যে সকল খুচরা বিক্রেতা আছে তাদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিটেইলার সমাবেশে বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লিঃ এর বিভিন্ন পন্যের গুনাগুন ও প্রয়োগ নিয়ে কোম্পানীর প্রতিনিধিগন রিটেইলারদের ধারনা দেন এবং এর সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিবেশক মো: হামিদুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, শয়ন সিদ্দিকী প্রোডাক্ট ম্যানেজার বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লিঃ ঢাকা, প্রদীপ কুমার রায় রিজওনাল সেলস ম্যানেজার দিনাজপুর, ভরত চন্দ্র রায় মার্কেটিং অফিসারসহ রুহিয়া থানার বিভিন্ন এলাকার বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লিঃ এর ৬০ জন রিটেইলার।
অনুষ্ঠান শেষে রিটেইলারদের দুপুরের লাঞ্চ ও গিফট বিতরন করেন কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার শয়ন সিদ্দিকী।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন আকমল হোসেন এরিয়া সেলস ম্যানেজার বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লিঃ।