সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে ২০২৪ সালে অনুষ্ঠিত কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শাহজালাল ক্যাডেট একাডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থী পের আহমেদ বৃত্তি পেয়েছে।
পের আহমেদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও গ্রামের সুনা মিয়া ও পেয়ারা বেগমের পুত্র।
পের আহমেদ ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেছে।
গত ২ নভেম্বর সুনামগঞ্জ জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ এ অংশ গ্রহণ করে একাডেমির একজন ছাত্র পের আহমেদ রোল নং ১০২১০, ট্যালেন্টপু বৃত্তি লাভ করে। এ বছর কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ এ সুনামগঞ্জ জেলার সকল উপজেলার চার শতাধিক স্কুল থেকে ১৯ টি পরিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৫ম শ্রেণি থেকে ১০৪ জন মেধাবৃত্তি লাভ করে। এর মধ্যে ৩০ জন ট্যালেন্টপুল,সাধারণ বৃত্তি ২৯ জন,৪৫ জন বিশেষ গ্রেডে বৃত্তি লাভ করে।
একাডেমির পরিচালক মাওলানা মো মোস্তফা কামাল বলেন একাডেমির এই সফলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ, একাডেমির পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোঃ আব্দুল জলিল স্যার বলেন একাডেমির সার্বিক কার্যক্রম আরো ভাল এবং প্রসংশনীয় হবে ইনশা আল্লাহ, একাডেমির সার্বিক সফলতার জন্য এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।