টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মানসিক রোগীদের তহবিল মারোত এর পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবনে উপজেলা পরিষদ এর উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ চৌধুরী ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানসিক রোগীদের তহবিল মারোত এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সভাপতি আবু সুফিয়ান, সেবা কেন্দ্র আহবায়ক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।
গোটা বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার ত। এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথি ইউএনও পারভেজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে মারোত এর পক্ষ থেকে একটি মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২০২১ সালে ১লা মার্চ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ পারভেজ চৌধুরী যোগদান করেন। তিনি টেকনাফে ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে কক্সবাজারে বদলি হয়েছেন। এর আগে তিনি রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।