ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ ২বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে ব্যাটালিয়নে এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে টেকনাফস্থ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ দরবারে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল(এনডিসি,পিএসসি,প্যারা কমান্ডো)মুহসীন আলম।টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজিবি কক্সবাজারের রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মঞ্জুরুল হাসান খান (বিজিবিএম),কক্সবাজার ডিজিএফআই পরিচালক কর্ণেল আবুজার আল জাহিদ, বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর পরিচালক (অপারেশন) লে.কর্ণেল সরকার মুস্তাফিজুর রহমান, ২ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর রুবায়েৎ কবির,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা,টেকনাফ স্থল বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন, ২বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর পূর্বে টেকনাফ সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষির্কীর শুভেচ্ছা জানানো হয়।