ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রিদোয়ান হত্যা মামলার প্রধান আসামি সৈয়দ আহামদকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার(০৩এপ্রিল)রাতে হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ আহামদ একই এলাকার মৃত অলি হোসনের ছেলে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।তিনি বলেন,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকায় অভিযান চালায়।এসময় হত্যা মামলার প্রধান আসামি সৈয়দ আহামদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা নং২৪/১৬৬,তাং০৯-০৩-২০২৫ইং।
তিনি আরও বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।