ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে২২হাজার৪০০পিস ইয়াবাসহ আবু তাহের (৩৩)নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটক আবু তাহের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার নুর মোহাম্মদের ছেলে।বর্তমান ঠিকানা-টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)মোঃআবুল কালাম চৌধুরী।তিনি জানান,রবিবার(০১সেপ্টেম্বর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নস্থ ০৬নং ওয়ার্ডের ডেইলপাড়া এলাকায় জনৈক সালাহমত উল্লাহর দুই তলা বিশিষ্ট ভাড়া বাড়ীর দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের ইউনিটের ভাড়াটিয়া আবু তাহের এর বসতঘরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে র্যাব- সিপিসি-১টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে আবু তাহের নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।ওই সময় আটক আবু তাহের এর দেহ ও ভাড়া বাসার শয়নকক্ষের বক্স খাটের নিচ থেকে একটি সাদা রংয়ের শপিং ব্যাগ হতে২২হাজার৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী জানায়,সে ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত।তারা পরস্পর যোগসাজসে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ এবং চাহিদা মোতাবেক কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে মাদক বিক্রয় করতো।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।