ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯লাখ টাকার মূল্য মানের ৩হাজার৮৮০পিস ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।রবিবার দুপুরে হ্নীলা ইউপি নয়াপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, হ্নীলা ইউপি লেদা শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে এ৪ বল্কের বাসিন্দা হাফেজ আহাম্মদের ছেলে মোঃ শরিফ(৩৫) ও শালবাগান ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে হাফেজ আহাম্মদ(২৫)।
র্যাব-১৫ সিপিসি-১টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান,দুপুরে নয়াপাড়া জামে মসজিদের সামনে সড়কে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে৩হাজার৮৮০পিস ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য১৯লাখ৪০হাজার টাকা।ইয়াবাসহ ধৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
217 Views