ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা সাত হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার দুপুরে উপজেলার হ্নীলা ইউপির জাদিমোড়ার রাজ সেবা হার্ডওয়্যারের দোকান থেকে তাকে আটক করা হয়।আটক হলেন,হ্নীলা ইউপি জাদিমোড়া এলাকার বাছা মিয়ার ছেলে সৈয়দ হোসেন(৩০)।
কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(গোয়েন্দা) লেফটেন্যান্ট শাহ জিয়া রহমান জানান,রাজ সেবা হার্ডওয়্যারের দোকানে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। এমন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সৈয়দ হোসেনকে আটক করা হয়।এ সময় ওই দোকানে তল্লাশি চালিয়ে গ্যাসের সিলিন্ডারের ভেতরে রাখা সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবাসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০