ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

টেকনাফে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেননি আওয়ামীলীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক,সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পৃথক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার(১৬ডিসেম্বর)সকাল সাড়ে ছয়টায় এ উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপন্যের স্টলসমূহ পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসির) প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকীর সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।সভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
এছাড়াও টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌরসভার অঙ্গসংগঠনের পক্ষে সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বারের নেতৃত্বে, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাধারন সম্পাদক আশেক উল্লাহ ফারুকী ও আবুল কালাম আজাদের নেতৃত্ব সামাজিক, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,রেডিও নাফ,এনজিও সংস্থা একলাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে কাউকে দেখা যায়নি।
নাম প্রকাশ ও অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের লোকজন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। আমার ধারণা স্বাধীনতার পর এই প্রথম আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলো শ্রদ্ধা নিবেদন করেননি।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন,দলীয় প্রধান ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজের শহীদ বেদিতে ফুল দিতে পারেননি।কেন্দ্রীয় থেকে বিভাগীয়,মহানগর জেলা উপজেলা ও ওয়াড পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কঠিন সময় যাচ্ছে। সরকার পতনের পর নেতাকর্মীরা অনেকে এলাকা ছাড়া।তাই মহান বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেনি।শ্রদ্ধা নিবেদন করতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের বয়ে নেতা-কমিরা শ্রদ্ধা নিবেদন করেননি।
অন্যদিকে,সোমবার সন্ধ্যা থেকে শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন হয়েছে।

191 Views

আরও পড়ুন

চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের স্থানান্তরিত ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ ও এটিএম উদ্বোধনে ব্যবস্থাপনা পরিচালক

যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই এর ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্বাগত মিছিল ৪ই ফেব্রুয়ারী

টঙ্গীতে নির্মাণাধীন ৭ তলা ভবনের দেয়াল ধসে পড়ে মা-মেয়ে আহত, হাসপাতালে ভর্তি

রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন

হাওর উৎসবে হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি

শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী’র ব্যক্তিগত সহকারি জুয়েল গ্রেপ্তার

উৎসবমুখর পরিবেশে রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত 

শহিদ আবরার থেকে জুলাই বিপ্লবের রাজসাক্ষী “আকর”

জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না–হামিদুর রহমান আযাদ

“গরীবের ডাক্তার’’ হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চাই- খালেদ বিন রশিদ