ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাহাড়ি এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) ভোরে বাহারছড়া ইউপির নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের শীলখালি রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম।
স্থানীয়রা জানান,ফজরের নামাজের পর কোনার পাড়া মো. হোসেনের ভিটাবাড়িতে আগুন দেখা যায়।পরে সেখানে গিয়ে দেখা যায় এক হাতি ছটপট করছে।কিছুক্ষণ পর হাতির মৃত্যু হয়।বনবিভাগে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।হাতিটির অনুমানিক বয়স ২৫হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এটি পুরুষ হাতি ছিল।
বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার অর্থ সম্পাদক আলমগীর আজিজ বলেন,উখিয়া-টেকনাফে অধ্যুষিত বিপুল পরিমাণ রোহিঙ্গা শরণার্থী বসবাসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ের সবুজ অরণ্য। নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। এতে করে দেখা দেয় পাহাড়ি জীব জন্তুর খাদ্য সংকট। এমন অবস্থায় খাদ্যের সন্ধানে পাহাড়ি জীবন্তুর পাহাড়ের পাদদেশে বেরিয়ে আসলে তাদের জীবনে নেমে আসে অশনি সংকেত।
বাহারছড়া ইউনিয়নের শীলখালি রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম বলেন,বৈদ্যুতিক শর্ট দিয়ে বন্যহাতিটিকে মারা হয়েছে বলে জানা গেছে। মৃত হাতির ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।