কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮১৬গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি বিদেশি পিস্তলসহ শফিক(২৬)নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।রোববার(২০জুলাই)বিকাল সাড়ে৩টার দিকে পৌরসভার উত্তর জালিয়াপাড়ার করিমের বসত ঘর থেকে এসবসহ তাকে আটক করা হয়।আটক হলেন,টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার ইউনুসের ছেলে শফিক (২৬)।পলাতক আসামি হলেন,পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মিলিংগা ছেলে মোঃকরিম(৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।তিনি জানান,রোববার(২০জুলাই)বিকাল সাড়ে৩টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মিয়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র এনে টেকনাফ পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়া এলাকার একটি বসতবাড়িতে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।এমন তথ্যে তারই নেতৃত্বে বিজিবির একাধিক বিশেষায়িত দল জালিয়াপাড়া করিমের বসত ঘরে তল্লাশি অভিযান চালায়।এসময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
আটককৃত আসামিকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে করিমের বসত বাড়ির খাটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায়৮১৬গ্রাম নিষিদ্ধ ঘোষিত ক্রিস্টাল মেথ আইস এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।ঐ বাড়িতে মাদকদ্রব্য খুচরা ইয়াবা ক্রয়/বিক্রয়ের আসর বসার তথ্যও পাওয়া জায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত আইস ও বিদেশি পিস্তলসহ আটক-পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
এদিকে অভিযানস্থলে অধিনায়ক স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।তিনি মাদকবিরোধী কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং মাদক থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করেন।একই সঙ্গে তিনি স্থানীয়দেরকে মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সর্বাত্মক তথ্য ও সহযোগিতা প্রদানের আহ্বান জানান,যাতে সমাজের মাদক চক্রের সদস্যদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়।