ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে৯লাখ টাকার মূল্য মানের১হাজার৯শ’পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।মঙ্গলবার দুপুরে সদর ইউপি দক্ষিণ লেঙ্গুর বিল ও লম্বরী থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,সদর ইউপি দরগারছড়া এলাকার মৃত শেখ আহাম্মদের ছেলে মোঃ ইউনুছ(৩৯)ও উত্তর লম্বরীর নছত আলীর ছেলে আজিজুল হক(১৯),দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মৃত মোজার মিয়ার ছেলে জহির আহাম্মদ(৫০)।
র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর ইউপি লম্বরী এলাকায় মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮শ’পিস ইয়াবা বড়িসহ ইউনুছ ও আজিজুল হককে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
অপর দিকে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লেঙ্গুর বিল জহির আহাম্মদের বসত বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে।এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১শ’পিস ইয়াবাসহ বাড়ির মালিক জহিরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে নয় লাখ টাকা।ইয়াবাসহ ধৃতদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।