ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি আইস,একটি বিদেশি পিস্তল ও নগদ বাংলাদেশী টাকা,মিয়ানমার মুদ্রা উদ্ধার করেছে বিজিবি।এসময় একজনকে আটক করা হয়েছে।
আটক মোঃশফিক (২৫)হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার ইমাম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান,বুধবার(২১আগস্ট)রাতে
গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০হতে আনুমানিক ৫০গজ দক্ষিণ দিকে কামালের জোড়া-জাদিমুড়া এলাকা দিয়ে একজন মানবপাচারকারী মিয়ানমার হতে বাংলাদেশে রোহিঙ্গা পাচার করতে পারে।এমন তথ্যে দমদমিয়া বিওপি’র নৌ টহলদল একটি সন্দেহভাজন নৌকাকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করার সময় বিজিবি নৌ টহল নৌকাটিকে ধাওয়া করে এক ব্যক্তিসহ আটক করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে জানায়,সে টাকার বিনিময়ে মিয়ানমার হতে রোহিঙ্গাদের বাংলাদেশে পাচার করে থাকে।পরবর্তীতে মানবপাচারকারীকে তল্লাশী করে বাংলাদেশী নগদ ৩৯হাজার টাকা,মিয়ানমার মুদ্রা-৪লাখ কিয়াত ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া অপরদিকে একইদিন রাতে জাদিমুড়া নাফনদী কেওড়া বাগানের ভিতর জাদিরতলা এলাকা অভিযান চালায়।এসময় চোরাকারবারীর ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর হতে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
112 Views