ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে নতুন করে আরো ৩জন করোনা শনাক্ত হয়েছে।রোববার রাত পর্যন্ত এনিয়ে টেকনাফে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো২৭১জন।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.টিটু চন্দ্র শীল।তিনি বলেন,রোববার একদিনে কক্সবাজার মেডিকেল ল্যাবে টেকনাফ উপজেলার৭জনের নমুনা পরীক্ষায় ৪জনের নেগেটিভ ৩জনের পজেটিভ এসেছে।তিনি আরো বলেন,এ পর্যন্ত টেকনাফে১হাজার ৫৫৮জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে পরীক্ষা শেষে২৭১জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন২০৫জন।বাকি ৬৫জন চিকিৎসাধীন রয়েছে।এর মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৭জন ও হোম আইসোলেশনে৫৮জন।উপজেলায় এখন ও পর্যন্ত করোনা আক্রান্তে পাঁচ জনের মৃত্যু হয়েছে।