ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পঞ্চাশ জন লেয়ার ও ব্রয়লার খামারিদের নিয়ে’খামার ব্যবস্থাপনায় এন্টিবায়োটিক ব্যবহার ও ব্যবসায়িক আইনিবিধি’ বিষয়ক এক এডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়েছে।(৩০অক্টোবর)বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে ইউএন এইচসিআর এর আর্থিক সহায়তায় সেন্টার ফর ন্যাচারালরিসোর্স স্টাডিস(সিএনআরএস)ইম প্রুভড ন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড পিচফুল কোএকজিসটেন্স ফর রিফিউজিস এন্ডহোস্ট কমিউনিটিস প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সিএনআরএস লাইভলী হুড অফিসার শাহ কামাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রবিউল হাসান।উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,
ডা:মো:ওয়াহেদুল আলম (হুমায়ূন),উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী,উপজেলার ভেটেরিনারি সার্জন ডা:মো:মহিবুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন,ইউএনইচসিআর এর প্রতিনিধি নহিদ হাসান রাজু,উপজেলা সিএনআরএস প্রকল্পব্যবস্থাপক এম এ হাসান মুন্না,কোঅর্ডিনেটর প্রিয়াল মুৎসুদ্দি প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন,অনেক খামারি না জেনে,না বুঝে মাত্রাতিরিক্ত যত্রতত্র এন্টিবায়োটিক ব্যবহার করছে এতে মানুষের স্বাস্থ্যের উপর অনেক খারাপ প্রভাব ফেলছে। তাছাড়া এন্টিবায়োটি ব্যবহারের ক্ষেত্রে আইন রয়েছে সেসব আইন মেনে খামারিরা এন্টিবায়োটিক ব্যবহার করছেনা।তাছাড়া নিয়ম অনুযায়ী প্রত্যেক খামারিকে প্রাণি সম্পদ অফিসের মাধ্যমে রেজিষ্টেশন করার কথা কিন্ত খামারিরা তা করছেনা।অলোচনায় আরও বলেন,একজন সফল ব্যবসায়ী হিসেবে এসব বিষয় চিন্তা করে তার ব্যবসা করতে হবে। আর এসব নিয়ম অমান্য করে কোন ব্যবসায়ী সফল ভাবে তার খামার পরিচালনা করতে পারবে না।ইমপ্রুভডন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড পিচফুল কোএকজিসটেন্স ফর রিফিউজিস এন্ড হোস্ট কমিউনিটিস প্রকল্পের মাধ্যমে উপজেলা স্থানীয়জনগনদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরেন।সিএনআর এস নারী উদ্যোক্ত উন্নয়নে জন্য উপজেলায় ৯টি খামার স্থাপনে সহায়তা করেছে।তার মধ্যে ৫টি সোনালী মুরগীর খামার।প্রতিটি সোনালী মুরগীর খামারে এক হাজারটি করে সোনালী মোরগ পালন করছে এবং সোনালী মুরগীর খামারিরা সফল ভাবে তাদের২মাসের সার্কেল শেষ করবে।এ সব খামারে প্রাণি সম্পদ ডাক্তারের পারামর্শ অনুয়ায়ী ঔষধ ব্যবহার করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার এমন একটি গুরুত্বপূর্ন অনুষ্ঠান আয়োজনের জন্য সিএনআর এস কে ধন্যবাদ জানান এবং সকল খামারিকে নিয়ম মেনে খামার ব্যবস্থাপনা এবং এন্টিবায়োটিক ব্যবহারের পরার্মশ দেন।