ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪হাজার৭৯৬পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।বুধবার সকালে সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়া বিউটি পার্লারের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,সদর ইউনিয়নের ডেইল পাড়ার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ নুরুল আমিন(১৭) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(১৬)। টেকনাফের ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সকালে সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়া বিউটি পার্লারের সামনে ইয়াবা ক্রয় বিক্রয় উদ্দেশ্যে ব্যবসায়ীরা অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে টেকনাফ বিওপি একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪হাজার ৭শ’৯৬পিস ইয়াবা ও নগদ মাদক বিক্রির ৭,হাজার টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য১৪লাখ৩৮হাজার৮শ’টাকা।ইয়াবাসহ ধৃতদেরকে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।