ফরহাদ আমিন:
কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে অপহরণের৭৭ঘন্টা পর অপহৃত মোহাম্মদ একরাম(১৭)নামে এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত একরাম টেকনাফ সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)মোঃআবু সালাম চৌধুরী।তিনি জানান,গত সোমবার(১১সেপ্টেম্বর)দুপুর২টার দিকে ভিকটিম মোহাম্মদ একরাম(১৭)টেকনাফ পাইলট স্কুল মাঠে ফুটবল খেলা দেখার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।তাই তার বাবা টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন।একই দিন বিকালে অজ্ঞাত অপহরণকারী পরিবারের কাছে ফোন করে৫লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বিষয়টি জানার পর থেকে অপহৃতকে উদ্ধারে তৎপরতা বাড়ায় র্যাব-১৫।পরে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব সিপিসি-১টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিকদল ভিকটিম ও অপহরণকারীরা নতুন পল্লান পাড়া এলাকায় অবস্থান করছে।এমন তথ্যে সেখানে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত কিশোরকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এবং র্যাব দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ,ধর্ষণ,খুন,ডাকাতি,চুরি-ছিনতাই ও মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।