জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যার পরিস্থিতির সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্টিত হয়।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া’র সভাপতিত্বে বন্যার পরিস্থিতির সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্টিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি)ফাতিমাতুজ জোহরা সানিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), সোনারা বেগম, মুক্তিযোদ্ধা যাদময় বিশ্বাস, নিজপাট ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, ২ নং ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলাম বাহার, ৫ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. রফিক আহমদ, ৬নং চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জাফলং পর্যটক জোনের অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল , জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,সদস্য সাইফুল ইসলাম বাবু,সারীনদীর নৌকা সমিতির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।