ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জিপিএ-৫ পেল সড়ক দুর্ঘটনায় নিহত তানাজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ চলতি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু এরপরেও বিষাদের ছায়া নেমেছে বাড়িতে। কারণ যাকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠার কথা ছিল বাড়ির সবার, সেই তানাজই যে আজ বেঁচে নেই। সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়েছে তার।

জানা যায়, শ্রীবরদী উপজেলার চরশিমুলচুড়া গ্রামের বাসিন্দা কুয়েতপ্রবাসী মোকাদ্দেসুর রহমান তোরাব ও মোছা. মনিরা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মাশুরা নোকাদ্দেস তানাজই বড়। তানাজ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। সেই সুবাদে শেরপুর শহরের নওহাটা এলাকায় বাড়ি করে সেখানেই থাকতেন তারা। চলতি বছর তানাজ এসএসসি পরীক্ষা দিয়েছিল। তবে ফল প্রকাশের আগেই গত ৩১ মার্চ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানাজ ও তার ছোটভাই আনাছ নিহত হয়।

১২ মে রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, তানাজ জিপিএ-৫ পেয়েছে। শুধুমাত্র বাংলা বিষয়ে এ গ্রেড ছাড়া বাকি সব বিষয়েই এ প্লাস পেয়েছে সে। এ সংবাদ শোনার পর তার বাড়িতে আনন্দের বদলে যেন আরও বিষাদ নেমে আসে।

সরেজমিনে শহরের নওহাটা এলাকায় তানাজের বাড়িতে গিয়ে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় আহত তানাজের মা মোছা. মনিরা এখনও পুরোপুরি সেরে উঠেননি। অসুস্থ অবস্থায়ই মেয়ের কথা স্মরণ করে কাঁদছেন তিনি। আর মেয়ের ছবি ও স্কুলের আইডি কার্ড বের করে অশ্রুসিক্ত চোখে বারবার হাত বুলিয়ে দেখছেন বাবা মোকাদ্দেসুর রহমান তোরাব। মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন ছিল তাদের। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁদের সেই স্বপ্ন।

তাঁরা জানান, তানাজ খুবই মেধাবী ছিল। সে চিকিৎসক হতে চেয়েছিল। পড়াশোনার প্রতি ওর আগ্রহ আর মনোযোগ দেখে তাঁরা ওকে চিকিৎসকই বানাতে চেয়েছিলেন। কিন্তু একটি দুর্ঘটনা তাঁদের ছেলে-মেয়ের সাথে সাথে সব স্বপ্নও কেড়ে নিয়েছে।

তানাজের মামা সোহাবুর রহমান বাপ্পী বলেন, ‘আমার বড় ভাগনী তানাজ খুবই আদরের ছিল। আমাদের সবার চোখের মনি ছিল সে। কিন্তু এভাবে সে সবাইকে কাঁদিয়ে মারা যাবে কখনোই ভাবিনি।’

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু তারেক বলেন, ‘তানাজ খুব মেধাবী ছাত্রী ছিল। সে খুবই শান্তশিষ্ট ছিল। তানাজ জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। এবারের এসএসসি পরীক্ষাতেও সে খুব ভালো করেছে। ফল প্রকাশের পর তার সহপাঠীরাও তাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছে।’

উল্লেখ্য, গত ৩১ মার্চ তানাজের মামা কুয়েতপ্রবাসী সোহাবুর রহমান বাপ্পীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে স্ব-পরিবারে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জামান ফিলিং স্টেশনের সামনে নামে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও তার ছোটভাই আড়াই বছর বয়সী শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ তিনজন।

257 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরুষ্কার বিতরণ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষনা

কুড়িগ্রামে প্রধান শিক্ষককে ফাঁসানোর চেষ্ঠায় বদলী পরীক্ষার্থী নামে সংবাদ প্রকাশ

বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত দুইজন গ্রেপ্তার

মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ফুলকুঁড়ি আসরের অংশগ্রহন

নাগেশ্বরী পানাকুড়ি মাদ্রাসায় বীর শহীদ ও দাতা সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং ইফতার

কুড়িগ্রামের চিলমারীতে ইএসডিওর আওতায় স্বাধীনতা দিবস অনুষ্ঠিত

ভানুগাছ বাজারে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি : চলছে চোর শনাক্তের চেষ্টা

সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে শহিদ মিনারের তালা ভেঙে পুষ্পস্তবক অর্পণ

কমলগঞ্জের মাধবপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাবেক এমপি হামিদুর রহমান আযাদ’র পিএইচডি ডিগ্রি লাভ

শান্তিগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মোটরচালক দলের ইফতার মাহফিল