ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জালিমরা দুই বছরের মাথায় আমাকে বন্দী করে নিয়ে গেছে–হামিদ আযাদ।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

শহীদ সিরাত, মহেশখালী থেকে ফিরে–

২৩ আগষ্ট জুমাবার ২০২৪ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিজ নির্বাচনী এলাকা মহেশখালী উপজেলার মাতারবাড়ি-ধলঘাট,কালারমারছড়া,হোয়ানক, বড় মহেশখালী, পৌরসভা-কুতুবজুম, ছোট মহেশখালী,শাপলাপুর ইউনিয়নে পথসভা করেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ।

এ সময় তিনি বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচিত করছিলেন,কিন্তু জালিমরা আমাকে দুই বছরের মাথায় গ্রেফতার করে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে,তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সাড়ে বার বছর আপনদের কাছে আসতে দেয়নি।

সারা দেশে অব্যাহত খুন-ঘুম-হত্যার কারণে কয়েক বছর আপনাদের কাছে আসতে না পারলেও কখনো রাজপথ ছাড়িনি। চলমান সরকারের পতনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জনগণকে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

তিনি আরো বলেন, আজ আমার সুযোগ হয়েছে, আমি যখন মুক্ত হলাম প্রথমেই আমি আমার মাতারবাড়ীর ভাইদের কাছে ফিরে এসেছি। তিনি বলেন মাতারবাড়ি আমার শিশু ও কৈশোর কালের স্মৃতি,আমি এটাকে ভূলতে পারি না। তাই প্রিয় মাতারবাড়িকে দেখতে ছুটে আসি।

তিনি বলেন-আমি মহেশখালী-মাতারবাড়ির মানুষকে ভালোবাসি।আগামিতেও অতীতের ন্যায় আরো বেশি উন্নয়ন ও সমৃদ্ধি জন্য দোয়া চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।

মাতারবাড়ির এ বিশাল এ পথ সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহাম্মদ আনোয়ারী,জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর,জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন,
মাতারবাড়ির কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম,
সমাবেশ সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা বশির আহমদ।

পাঁচ শতাধিক মোটর সাইকেল শোডাউন এবং প্রায় ৫ হাজারেরও বেশী জামায়াতের কর্মী-সমর্থকদের এই শোডাউনটি বিশাল গাড়ি বহর মাতারবাড়ি থেকে বের হয়ে মহেশখালীর প্রধান সড়ক হয়ে কালারমারছড়া, টাইম বাজার, বড় মহেশখালী, গোরকঘাটা চৌরাস্তার মোড় হয়ে ছোট মহেশখালী ও শাপলাপুর বাজারে বিকেল রাত ৮ টায় পথসভা অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আজাদের এই সফরে লক্ষনীয় বিষয় হলো মহেশখালী-মাতারবাড়ির প্রতিটা মানুষ,যুবক-তরুণ-কিশোর-বৃদ্ধ এমনকি ঘরের নারীরাও তাদের প্রিয় নেতাকে একপলক দেখার জন্য রাস্তায় নেমে আসে।

উপজেলার বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহাম্মদ আনোয়ারী, জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর,জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি মূছা ইবনে হোসাইন বিপ্লব,শহর শিবিরের সেক্রেটারি সালমান নুরী,সাবেক জেলা সভাপতি কামরুল হাসান,আজিজুর রহমান,আব্দুর রহিম,উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল,সাবেক ছাত্রনেতা শওকত আলী,আব্দুর রশিদ,তারেক আজিজ,আলমগীর সাঈদ, মাওলানা ওসমান গনি প্রমুখ।।

দিনব্যাপী শো-ডাইন ও পথ সভার মাধ্যমে প্রতীয়মান হয় মহেশখালীতে প্রত্যন্ত অঞ্চলে জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ’র জনপ্রিয়তা এখন তুঙ্গে।

298 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া মাহফিল

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা