রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর রৌমারী উপজেলার খেয়ারচর সীমান্ত থেকে ভারতীয় ১১ কেজি গাজাঁ উদ্ধার করে ৩৫বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে:কর্নেল এসএম আজাদ জানান-বিজিবির নিয়মিত টহল চলাকালে রৌমারী উপজেলার খেয়ারচর বিওপির নায়েব সুবেদার গিয়াস উদ্দিনের নেতৃতে ২০সেপ্টেম্বর¡ গত শুক্রবার রা ৩টায় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বকবান্দা এলাকায় অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১১ কেজি গাঁজা উদ্ধার করে । জব্দকৃত গাঁজার আনুমানিক মুল্য ৩৯ হাজার টাকা ।