ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুরে পৃথক ঘটনায় পুলিশসহ তিনজনের লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ এডিটর
২ সেপ্টেম্বর ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে পুলিশ সদস্যসহ পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১সেপ্টেম্বর) সকালে পৃথক পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এরমধ্যে সদর উপজেলার পিয়ারপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য শরিফুল ইসলাম (৪৫),
মেলান্দহ উপজেলার রৌমারি বিলে পানিতে ডুবে শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) ও বকশীগঞ্জে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়।

জামালপুর রেলওয়ের থানার (জিআরপি) ওসি গোলজার হোসেন জানান, শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিক্সডাউন ট্রেন পিয়ারপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল।
এসময় ট্রেনের সাথে ধাক্কা লেগে পুলিশ সদস্য শরিফুল ইসলাম আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুল ইসলাম সদর উপজেলার বড় মোল্ল্যাঘাটা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

এদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী গত বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে রৌমারি বিলে ঘুরতে গিয়ে গোসল করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আজ সকাল ১০টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত শফিকুল ইসলাম (২৪) শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সাতানি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
তিনি ওই ডা.সেকান্দর আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, গত ১৪দিনের ব্যবধানে ওই বিলে দুই শিক্ষার্থী নিহতের হওয়ার ঘটনা ঘটলো। এরআগে ১৮ আগস্ট বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জামালপুর পৌরসভার শাহজাহানের ছেলে সৌহার্দ্য (১৬) নিখোঁজ হন।
পরে ২১ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,গত মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পূর্ব গলাকাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান।
এরপর থেকে স্বজনরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না।
শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়।
নিহত আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

15 Views

আরও পড়ুন

সার্ভেয়ার ঘুষ খেয়ে অন্যের নামে রেকর্ড করে দিলেন জমি, সইতে না পেরে বৃদ্ধা স্ট্রোক করে হাসপাতালে

অধ্যাপক ছিদ্দিকুর রহমানের “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

সাতকানিয়ার যুবক ৯ হাজার ইয়াবাসহ লোহাগাড়ায় আটক

আদমদীঘিতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সান্তাহারে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

রাণীনগরে ডাকাতির ঘটনায় ৯জন গ্রেফতার : মালামাল উদ্ধার

নাগরপুরে দর্শক পরিপূর্ণ স্টেডিয়ামে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ইবিতে আল হাদিস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলন

শেরপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের আয়োজনে ‘ড্রিম অরেঞ্জ সিজন-৫’ সম্পন্ন

নীতির প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী পিতার মতোই আপোষহীন: দীপু মনি