রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুর পাসপোর্ট অফিসের ৭ দালালকে ৩ মাসের কারাদন্ডসহ আরো ২ জনকে ৫শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসে নির্বাহী ম্যাজিস্টেট আবু আব্দুল্লাহ খান ও র্যাব-১৪ একটি দল মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ৭ দালালরা হলো-রানা, সুমন, হৃদয়, বাদশা, আব্দুল্লাহ, লুৎফর, শাহাবুদ্দিন। এদরকে ৩ মাস করে কারাদন্ড ও মিলন এবং মোরাদকে ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনে কারাদন্ড দেয়া হয়।
র্যাব ১৪ কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ মিয়া জানান- আসামিদের জেল হাজতে প্রেরন হয়েছে।