রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরে ঈদ-ই-মিলাদুন নবী উপলক্ষে জসনে জওলুস পালিত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর পাক দরবার শরীফের আয়োজনে শহরের মহিলা কলেজ গেট থেকে জসনে জওলুস এর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। এসময় নবীর ভক্তরা দুরুদ-সালাম পেশ করে মুখরিত করে ।
জসনে জওলুসে নেতৃত্ব দেন জামালপুর পাক দরবার শরীফের পীর সাহেব শাহাজাদা রওনাকুল ইসলাম জামালপুরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর সহ-সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, ব্যবসায়ী নেতা ইকরামুল হক নবীন সহ আরো অনেকে। পরে হযরত শাহ জামাল (রহঃ)এর মাজার শরীফ প্রাঙ্গনে গিয়ে জসনে জওলুস শেষ হয়ে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত করা হয়।