রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলার) সীমান্ত এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭অক্টোবর) বিকেলে জামালপুর পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে উপ পুলিশ পরিদর্শক (এসআই) আকরাম হোসেন এবং উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামের মৃত মইনুদ্দিনের পুত্র।
গ্রেপ্তাকৃত আসামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে ইসলামপুর থানায় গরু চুরি, ডাকাতি, খুনসহ ৭টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।
এর মধ্যে গত ০৮/১০/২০০৭ সালে জেলার ইসলামপুর উপজেলার চর নন্দনেরপাড়া এলাকার আসাদ এর বাড়ীতে গরু চুরি করার মামলা রয়েছে।
গত ১৬/১২/২০০৭ সালে ইসলামপুর উপজেলার সিন্ধুরতলী গ্রামের পূর্বপাশে যমুনা নদীতে ডাকাতি, ২০২৩ সনের ডিসেম্বরে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় একটি হত্যা মামলা, নভেম্বর/২০১৫ সালে বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং গত ০৭/০২/২০১৭ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় ইসালামপুর থানাধীন চরবরুল এলাকায় জনৈক আবু তালেব এর মুদি দোকানের ভিতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার মত জঘন্য অপরাধের সাথে জড়িত।
উক্ত আসামী যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ জনগনের কাছে এক মূর্তিমান আতংক। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে পারে না।