নজরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এর পুরুষ্কার বিতরনী সম্পন্ন হয়েছে। বুধবার (২আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফের সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোতাহেরা বেগম, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। এসময়বিভিন্ন ক্যাটগরিতে বিজয়ী শিক্ষকবৃন্দ, বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।