সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি:
এক দফা দাবি আদায়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৩১ জুলাই) দুপুরে শহরের চিনিকল সড়ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপনসহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।