ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জবিতে মাসব্যাপী গবেষণা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

প্রতিবেদক
নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০১৯, ২:১৬ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিবেদক :

গতকাল (১৩ নভেম্বর, ২০১৯-বুধবার) Center of Social Science Research Training (CSRT), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে `Advanced Training on Research Methodology ‘ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও CSRT এর সদস্য অধ্যাপক ড. এস. এম. আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. উত্তম কুমার দাশ।
সহকারী অধ্যাপক মামুনুর রশীদ শেখের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য প্রদান করেন CSRT, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
অধ্যাপক ড. আবুল হোসেন তার বক্তব্যে বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার মধ্যে পার্থক্য হল গবেষণা। তিনি বলেন, আগামী ১৫ তারিখ আমাদের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হবে। গতবছর আমাদের প্রথম ব্যাচে আমাদের ৪৬ জন প্রশিক্ষণার্থী ছিলেন এবং প্রথ্যেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডি এবং এমফিল এর ছাত্র ছিলেন। ১ম ব্যাচের তুলনায় ২য় ব্যাচের গবেষণা প্রশিক্ষণ যাতে আরও বেশী কার্যকর ও বাস্তবসম্মত হয়, সেই ভাবেই আমরা ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী শুরু করব।
উপ-সচিব ড. উত্তম কুমার দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গবেষণা খাতে ব্যাপকভাবে জোর দিচ্ছে এবং আগের তুলনায় ফান্ড অনেক বাড়িয়ে দিয়েছেন।সামাজিক সমস্যা দূরীভূত করে,সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক গবেষণার বিকল্প নেই।
অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক বিজ্ঞান গবেষণা গুরুত্ব অতুলনীয়। বাংলাদেশে নিরক্ষরতা, দারিদ্র্যতা, পুষ্টিহীনতা, ধর্মান্ধতা সহ নানা সমস্য প্রচলিত রয়েছে। আমাদের দেশের এসব সমস্যা আমাদের মত করে সমাধানের চেষ্টা করতে হবে। অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করলে অথবা তাদের দেখানো পথ অবলম্বন করলে আমাদের সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, কিছুদিন আগে নিউইয়র্কে গিয়ে দেখলাম কোন পরিবার যদি তার বয়স্ক পিতামাতাকে লালনপালন করেন, তবে প্রতি ঘন্টায় সে ১৮ ডলার করে পাবে। সুতরাং তাদের সাথে ত আর আমাদের সমস্যা সমাধান পদ্ধতি মিলবে না। তাই আমাদের দেশের সীমিত সম্পদ ব্যাবহার করে, কিভাবে অগণিত সামাজিক সমস্যা দুর করা যাবে তার কার্যকরী সমাধান পাওয়ার জন্য গবেষণার বিকল্প আর কিছু হতে পারে না।
এসময় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আবুল হোসেন, অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন,সহকারী অধ্যাপক জাফর ইকবাল, সহকারী অধ্যাপক মিফতাহুল বারী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

820 Views

আরও পড়ুন

ডুয়েটের জালিয়াতি মামলায় চার অধ্যাপকের জামিন

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা- মু: শাহজাহান

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের সরকারি রিপোর্ট প্রত্যাখ্যান-উপদেষ্টার সহযোগিতা কামনা

টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বরণ করলেন ইউনিয়ন জামায়াত

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখ একেএম জাকারিয়াকে অব্যাহতি

মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ