ছাতক প্রতিনিধি::
ছাতক পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি মনোনীত রাশিদা আহমদ ন্যান্সি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীকে ১২ হাজার ৮’শ ২৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯’শ ৮ ভোট। এ নিয়ে টানা চতুর্থবারের মতো আবুল কালাম চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন।##
ছাতক পৌরসভায় কাউন্সিলর
নির্বাচিত হলেন যারা
ছাতক প্রতিনিধি::ছাতক পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে যারা কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী (পানির বোতল) সর্বাধিক ৫ম বারের মতো এ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন। ৬ নং ওয়ার্ডে টানা ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন সুমেন (পাঞ্জাবী)। ৩ নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী (পানির বোতল)। সাবেক কাউন্সিলরদের মধ্যে ৫ নং ওয়ার্ডে ইরাজ মিয়া (পাঞ্জাবী) ও ২ নং ওয়ার্ডে আফরোজ মিয়া (উটপাখি) নির্বাচিত হয়েছেন। নবাগত কাউন্সিলরদের মধ্যে ১ নং ওয়ার্ডে হাজী নাজিমুল হক (উটপাখি), ৪ নং ওয়ার্ডে রশিদ আহমদ খসরু (টেবিল ল্যাম্প), ৮ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম (পানির বোতল) ও ৯ নং ওয়ার্ডে হাজী ছালেক মিয়া (উটপাখি) নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনের তিনটি ওয়ার্ডে নূরেছা বেগম (টেলিফোন), তাছলিমা জান্নাত কাকলী (অটোরিকশা) ও রত্না মালাকার (টেলিফোন) নির্বাচিত হয়েছেন।##