ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতক-দোয়ারায় একসাথে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে-এমপি মানিক

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০১৯, ৭:৪৪ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :

সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,যত দিন বেচে থাকব শিক্ষার উন্নয়নে কাজ করে যাব।অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার সমুজ আলী স্কুল এন্ড কলেজের উজ্জল নক্ষত্র ছিল।
উনার পরিশ্রমে বিদ্যালয় টি জুনিয়র থেকে উচ্চ বিদ্যালয় ও কলেজে রূপান্তরিত হয়েছে। আজ বিদায় বেলা ভালবাসা ছাড়া দেবার কিচু নেই তবু বিদায় জানাতেই হয়।সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজকে পর্যায়ক্রমে ডিগ্রী কলেজে উন্নীত করা হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের আন্তরিকতায় ছাতক-দোয়ারায় একসাথে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করা হবে।’

গতকাল (২৬ অক্টোবর) শনিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি আরো বলেন, ‘একজন শিক্ষকের যেসব গুনাবলী থাকার দরকার অধ্যক্ষ সলিলেন্দু তালুকদারের মধ্যে তার সবকটিই বিদ্যমান ছিলো। প্রত্যন্ত এলাকার এই প্রতিষ্ঠানটিকে সম্মানজনক পর্যায়ে দাড় করাতে তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন। কলেজের সার্বিক উন্নয়নের তার অবদান অপরিসীম।’সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল ও সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান’র যৌথ সঞ্চালনায় কলেজের গভর্নিং বডির সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীরপ্রতীক,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেম,সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরু স্বাগত বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য বিনয়ভূষণ পুরকায়স্থ, উপস্থিত ছিলেন,টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান, বোগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার,সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদায়ী অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার,সহকারী অধ্যাপক রুকনুজ্জামান,কবির আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজলাল দে, প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন আহমদ, হারুন অর রশিদ, বিনয় ভুষন পুরকায়স্থ, অত্র বিদ্যালয়ের ছাত্রী হালিমা খাতুন প্রমুখ।

239 Views

আরও পড়ুন

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তিকাল
ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল বাতিঘরের চিরপ্রস্থান

রোজার সময় তুষার আমাকে আপত্তিকর কথাটি বলে: নীলা ইসরাফিল

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত রাজনৈতিক দলগুলো

ইসরায়েলকে হুঁশিয়ারি : ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ: শবনম ফারিয়া

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা