ছাতক প্রতিনিধি :
গতকাল ১০ জুলাই রোজ বুধবার ছাতক উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরনকে ১০ নং দোলার বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়!
উদার মন মানসিকতা যার একি অন্যতম বৈশিষ্ট ইউনিয়ন বাসীর উন্নয়ন এর জন্য সংকল্পবদ্ধ।
দোলার বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম এর আমন্ত্রণে ইউনিয়ন পরিষদের সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন।
এসময় আরো সংবর্ধিত হন নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুল সামাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোলার বাজার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন বলেন, আমি উপজেলাবাসীর একজন সেবক, আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো।
তিনি আরও বলেন, খুবই তাড়াতাড়ি দোলারবাজার ইউনিয়ন পরিষদের মাঠ ভরাট ও পরিষদের নিজস্ব রাস্তা করে দেওয়া হবে।
সমাপনি বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ইউনিয়ন বাসীর পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানকে কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন!!
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০