অলিউর রহমান, স্টাফ রিপোর্টার ছাতকঃ
ছাতকে ৭টি স-মিল থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (২০অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহরে অবস্থিত এসব স- মিল থেকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়। আপডেট লাইসেন্স ও বৈধ কোন কাগজ পত্র না থাকায় বাংলাদেশ করাত কল আইনে এসব স-মিলের জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম স-মিল থেকে ৫ হাজার, তাহমিদ স-মিল থেকে ১০ হাজার, রবিন স-মিল থেকে ৫ হাজার, ভাই-ভাই স-মিল থেকে ১০ হাজার, রনক স- মিল থেকে ১০ হাজার, বশির মিয়া স-মিল থেকে ৫ হাজার ও আচ্ছা মিয়া স-মিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ছাতক বিট ও ফরেষ্ট কর্মকর্তা নিশিত চক্রবর্ত্তী, ছাতক থানার এসআই সুমন, ভুমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেষ্ট বিভাগের লোকজন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।##