অলিউর রহমান,স্টাফ রিপোর্টার ছাতকঃ
ছাতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহরের ফুটপাত এবং সড়ক সংলগ্ন সওজ র ভুমি দখল মুক্ত করার কার্যক্রম চলছে। পৌরসভা কর্তৃক সড়কের উভয় পাশে ড্রেন নির্মাণের লক্ষ্যে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ১নং ব্রীজ হতে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযানের পাশাপাশি শহরের ফুটপাত দখল মুক্ত করতে এ অভিযান পরিচালিত করা হচ্ছে।
রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত ভ্রম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। সোমবার আবারো উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে বলে সংশ্রিষ্ট সুত্রে জানা গেছে। সকালে শহরের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত, পান হাটা, চাউল হাটা, কালীবাড়ী রোড ও সবজী বাজার এলাকা দখল মুক্ত কার্যক্রম পরিচালিত হয়। এসময় ছাতক পৌরসভার জামাল আহমদ, সওজ’র অফিস সহকারী আবুল কাসেম, ভুমি অফিসের সার্ভেয়ার শাহীন আহমদ, পৌরসভার সব্রত হালদারসহ পৌরসভার লোকজন উপস্থিত ছিলেন।