স্টাফ রিপোর্টার ছাতকঃ
ছাতক উপজেলা পরিষদ চত্বর এলাকায় ছাতক শিল্পকলা একাডেমী, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে লোক কবি, সুফি সাধক, জ্ঞানের সাগর, ফকির দুর্বিন শাহ এর ৯৯ তম জন্মোৎসব পলন করা হয়েছে। ২ নভেম্বর ২০১৯ ইং সন্ধ্যায় উপজেলা পরিষদের দুর্বিন শাহ্ মঞ্চে ছাতক-দোয়রাবাজার নির্বাচনি এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সাথে নিয়ে আনুষ্টানিক ভাবে কেক কেটে দুর্বিন শাহ্ পুত্র আলম শাহ্”র মুখে কেক তুলে দিয়ে দুর্বিন শাহ্”র ৯৯ তম জন্মোৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জীবন্ত কিংবদন্তী সুফি সাধক ক্বারী আমীর উদ্দিন। পরে মঞ্চে অনুষ্টিত এক আলোচনা সভা শেষে সুফি সাধক ক্বারী আমীর উদ্দিনকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিকে জীবন্ত কিংবদন্তী সুফি সাধক ক্বারী আমীর উদ্দিন ছাতক আগমনের খবরে সন্ধ্যার পূর্ব থেকেই হাজার-হাজার বক্ত”রা প্রিয় মানুষটিকে একনজর দেখতে এবং উনার কন্ঠে একটি গান শুনার জন্য উপজেলা চত্বর এলাকায় উপস্থিত হতে থাকেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪টি গান পরিবেশন করেন, আমীর উদ্দিন। দীর্ঘ প্রায় ২০ বছর পর ছাতকের কোন মঞ্চে, বাংলার বাউল সমাজের জীবন্ত কিংবদন্তী, বাউল শিল্পির কন্ঠে গান শুনে আনন্দে মেতে ওঠেন অনুষ্ঠানে আগত বক্তবৃন্দরা।