ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতকে উদ্ধারকৃত তিনটি মোটর সাইকেল; ছাত্রদল নেতার নামে গাড়ি ছিনতাইয়ের মামলা

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ নভেম্বর ২০১৯, ১:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

হাছান আহমেদ,
ছাতক প্রতিনিধি::

ছাতক উপজেলা ছাত্রদলনেতা ইজাজুল হক রনি গাড়ি ছিনতাইয়ের মামলায় আত্নগোপনে রয়েছে। পুলিশ তাকে ধরার জন্য হণ্যে হয়ে খুঁজছে, সে পলাতক থাকায় তাকে পাচ্ছে না বলে জানান পুলিশ। ইজাজুল হক রনি সিলেট-সুনামগঞ্জ আন্তঃজেলা গাড়ি ছিনতাইয়ের সক্রিয় সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ জানিয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে ছাতক শহরে সুরমা নদীতে তার নিদেশেই মুক্তির গাও.তাতিকোনা বৌলা ও কালারুকা পারকুল ও চেঙ্গেরখালসহ ১০ স্থানে নৌ-পথে ব্যাপক চাদাবাজির অভিযোগ উঠে আসছে। এসব স্থানে তারই ইশারা ও নিদেশেই নৌ পথে নৌকা আটকিয়ে জোরপুবক চাঁদা টাকা আদায় ঘটছে প্রতিনিয়তভাবে। তার নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সিন্ডিকেট বাহিনী গড়ে উঠেছে পৌর শহরে। তার প্রধান সহযোগি পলাশ দাস পুলিশের হাতে ধরা পড়ায় পর্দার আড়ালে অনেক অজানা রহস্য রেব হয়ে আসছে জনসম্মুখে।
এ ঘটনার রহস্য ভিন্নখাতে নিতে একটি প্রভাবশালী চক্র কোমর বেঁেধ মাঠে নেমেছেন। তার বিরুদ্ধে মাদক, সুরমা নদীতে চাদাবাজি ও গাড়ি ছিনতাই সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ বলছে, রনিকে আটকের চেষ্টা অব্যাহত আছে। পুলিশের একটি সূত্র জানায়, রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকেই ছাত্রদল নামধারি ইজাজুল হক রনি পলাতক রয়েছে। ইতিমধ্যে পুলিশের এস আই শামীম আকনজি বাদী হয়ে গত ১১ নভেম্বর মামলা নং (১২) ইজাজুল হক রনি আসামী করে গাড়ি ছিনতাইয়ের নিয়মিত মামলা থানায় দায়ের করা হয়। এঘটনায় পুলিশ মোটর সাইকেলসহ পলাশ দাস নামে একজন যুবককে আটক করেছে।সে উপজেলার কালারুকা ইউনিয়নে পীরপুর গ্রামে নিপেন্দ্র দাসের পুত্র। আটকৃত পলাশ দাসের দেয়ায় জানা অজানা চাঞল্যকর
স্বীকারোক্তিমুলক বক্তব্য ইজাজুল হক রনি ও তার ছোট ভাই জনির মোটর সাইকেল ছিনতাই ও সুরমা নদীতে তার নিদের্শেই একাধিক স্থানে চাদাবাজির রহস্য বের এসেছে। এঘটনার পর ছাতক উপজেলা ছাত্রদলের নেতা ইজাজুল হক রনি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামে শরিফ হোসেন সুরুজ আলীর পুত্র রনি ও জনি। সহোদয় দু’জন মিলে- মিশে ছাতক, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, দোয়াবাবাজার ও সিলেটের বিভিন্ন স্থানে গাড়ি ছিনতাইয়ে ঘটনা ঘটিয়ে ধরা ছোয়ার বাইরে থাকে রনি ও জনি। লাখ টাকার গাড়ি নামে মুল্য গাড়ি বিক্রি করেন তারা।তারা গাড়ি ব্যবসার আড়ালে ছিনতাই করে আসছে। এ মামলার তদন্তকারি এস আই হাবিবুর রহমান পিপিএম জানান,এ চক্রের কাছ থেকে তিনটি ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছে।##

203 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা